বইয়ের নাম: রাজা ঈদিপাস
লেখক: সফোক্লিস
অনুবাদ: খোন্দকার আশরাফ হোসেন
ধরণ: নাটক, গ্রীক ট্রাজেডি
প্রকাশক: বিশ্বসাহিত্য কেন্দ্র
থিবিসের প্রতাপান্বিক রাজা ঈদিপাসকে শ্রদ্ধা করেন সবাই। কেননা তিনিই একদিন এই রাজ্যের ভয়াবহ স্কিংক্সের হাত থেকে রাজ্যকে রক্ষা করেন এবং থিবিসের রাজা লেয়াস তখন মারা যান, এবং ঠিক এই মুহূর্তেই ঈদিপাস রাজা হন এবং তখনকার নিয়মে রাণীকে বিয়ে করেন।
আজ চার দিকে মহামারি, এর কারণ জানতে যখন মন্দিরে যাওয়া হয়। তখন সে সাধু বার্তা নিয়ে আসেন।
এই মহামারির সব দায়বার রাজা ঈদিপাস এবং রাণী জোকাস্টারের।
রাজা নিজেও অবাক হয়ে যান,এতো ন্যায় ভাবে রাজ্য পরিচালনা করেও আমি আবার কি করলাম?
তখন সে সাধুকে বলেন কি জন্য রাজা দায়ী সেটা জানাতে.. সাধু জানাবে না বলে জোর দেয়। অনেক চাপাচাপির পর সে সব বলে, যা এক ভয়ংকর ঘটনা যা এখনো মানুষ সহ করতে কষ্ট হয় ।
তাহলে কি ছিলো সে সত্য?
সাধু বলেন " রাজা ঈদিপাস তুমি তোমার মাকে বিয়ে করেছো এবং তোমার পিতার হত্যাকারী"
ঈদিপাস বিশ্বাস করে না,সে তো পাশেরর রাজ্যের রাজা পলিবাসের এবং রানী মেরোপির সন্তান !!!
রাজা ঈদিপাস সাধুকে বলে প্রমাণ করতে, না হয় তাকে দেশদ্রোহী বলা হবে। সে ভয়ে সাধু সব প্রমাণ করতে ছুটে যায়!
রাণীর মনে পড়ে যায়,ডেলফির মন্তিরের ভবিষ্যত বাণীর কথা!
কি ছিলো ভবিষ্যত বাণী? তাহলে কি সাধুই কোনো চলনা করতেছে নাকি রাজা সত্যিই এই মহামারির জন্য দায়ী? রাজা যদি পাশের রাজ্যের রাজার সন্তান হয় তবে এখানে তাদের পিতামাতা কেনো?
কি আসল রহস্য ? শেষ পরিণতিটা কি?
আজ চার দিকে মহামারি, এর কারণ জানতে যখন মন্দিরে যাওয়া হয়। তখন সে সাধু বার্তা নিয়ে আসেন।
এই মহামারির সব দায়বার রাজা ঈদিপাস এবং রাণী জোকাস্টারের।
রাজা নিজেও অবাক হয়ে যান,এতো ন্যায় ভাবে রাজ্য পরিচালনা করেও আমি আবার কি করলাম?
তখন সে সাধুকে বলেন কি জন্য রাজা দায়ী সেটা জানাতে.. সাধু জানাবে না বলে জোর দেয়। অনেক চাপাচাপির পর সে সব বলে, যা এক ভয়ংকর ঘটনা যা এখনো মানুষ সহ করতে কষ্ট হয় ।
তাহলে কি ছিলো সে সত্য?
সাধু বলেন " রাজা ঈদিপাস তুমি তোমার মাকে বিয়ে করেছো এবং তোমার পিতার হত্যাকারী"
ঈদিপাস বিশ্বাস করে না,সে তো পাশেরর রাজ্যের রাজা পলিবাসের এবং রানী মেরোপির সন্তান !!!
রাজা ঈদিপাস সাধুকে বলে প্রমাণ করতে, না হয় তাকে দেশদ্রোহী বলা হবে। সে ভয়ে সাধু সব প্রমাণ করতে ছুটে যায়!
রাণীর মনে পড়ে যায়,ডেলফির মন্তিরের ভবিষ্যত বাণীর কথা!
কি ছিলো ভবিষ্যত বাণী? তাহলে কি সাধুই কোনো চলনা করতেছে নাকি রাজা সত্যিই এই মহামারির জন্য দায়ী? রাজা যদি পাশের রাজ্যের রাজার সন্তান হয় তবে এখানে তাদের পিতামাতা কেনো?
কি আসল রহস্য ? শেষ পরিণতিটা কি?
0 Comments