• Apr 15, 2025

গান রিভিউ: হোক কলরব

 গান পর্যালোচনা




গানের লিরিক্স:-


"হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো ক্যান? অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো ক্যান?

হোক অযথা এসব কথা 
তাল না হয়ে তিল হলো ক্যান? 
কুয়োর তলে ভীষণ জলে 
খাল না হয়ে ঝিল হলো ক্যান?
ধুত্তরি ছাই মাছগুলো তাই ফুল না হয়ে চিল হলো ক্যান? হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো ক্যান?

লাল না হয়ে নীল
খাল না হয়ে ঝিল
তাল না হয়ে তিল
ফুল না হয়ে চিল
হলো না ক্যান..."


গান পরিচিতি:-


"হোক কলরব" গানটি গেয়েছেন ও সুর দিয়েছেন সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্নব। গানটির দৈর্ঘ্য ৩ মিনিট ২৩ সেকেন্ড। গানটি লিখেছেন রাজীব আশরাফ। এছাড়া "হোক কলরব" গানটি অর্ণবের "হোক কলরব" অ্যালবাম এর অন্তর্ভুক্ত। এই অ্যালবামে মোট ১২ টি গান রয়েছে। ২০০৬ সালের জানুয়ারি মাসে এই অ্যালবামটি মুক্তি পায়।

গানের অর্থ:-


প্রথমে গানটি শুনে কিছুটা মজার গান মনে হতে পারে। গানের কথাগুলোই এমন।
গানের শব্দগত অর্থ আমার কাছে খুব একটা পরিষ্কার নয়, তবে সম্পূর্ণ গানটির ভাবগত অর্থ আমার কাছে কিছুটা হলেও ধরা দিয়েছে।

সম্পূর্ণ গানটিতেই কিন্তু, একগুচ্ছ প্রশ্ন তুলে ধরেছেন শিল্পী। কিন্তু শব্দগুলো বা কথাগুলো সব অর্থহীন! কিন্তু আসলেই কি তাই?
যখন খুব গভীর ভাবে চিন্তা করবেন, তখন বুঝতে পারবেন আদতে; শিল্পী প্রশ্ন করেছেন, শিল্পী কৈফিয়ত চেয়েছেন তার এই গানের মাধ্যমে। আরেকটু গভীরভাবে বোঝা যাবে, যখন আমাদের জীবনের সাথে গানটাকে মেলাবো।

অনেকসময় আমরা অনেক কিছুই না বুঝে কিংবা বুঝেও, পাশ কাটিয়ে চলে যেতে পছন্দ করি।
আমাদের চোখের সামনে প্রতিনিয়তই কিছু অনৈতিক কাজকর্ম চলে, হোক সেটা রাজনৈতিক অথবা সামাজিক। এই অনৈতিকতার অবক্ষয়ের চিহ্নগুলো, আমাদের প্রত্যেকের চোখেই ধরা দেয়। কিন্তু আমরা এসব দেখে বুঝেও, প্রশ্ন বা কৈফিয়ত চাই না। চুপচাপ মেনে নেই। কেমন যেন মূক প্রাণীর মতো জীবন কাটিয়ে দেই।
অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে চলি মাথা নত করে। একবারও চোখে কৌতূহলী দৃষ্টি নিয়ে, অকপট মনে প্রশ্ন তুলি না "কেন?", "এমন না হয়ে এমন হল কেন?"

আমার মতে, গানের হযবরল কথাগুলো আসলে কিন্তু সেই সমস্ত কাজকর্ম, আর শিল্পী সেই সমস্ত কাজগুলোর জন্যেই প্রশ্ন তুলেছেন।

"হোক কলরব" এই কথাটা দুই শব্দের, কিন্তু এর তাৎপর্য আমার কাছে অনেক। "হোক কলরব" আসলে এক বার্তা, যে তোমরা আওয়াজ তোলো, মনের মধ্যে জাগ্রত প্রশ্নগুলো কন্ঠ পাক। কলরব হলে হোক, তবু এবার চুপ না থেকে আমরা আওয়াজ তুলি, প্রশ্ন করি; তবু যেন দমে না যাই।

গানটি আমার কাছে এভাবেই ধরা দিয়েছে। নিজের উপলব্ধি টাই তুলে ধরলাম।

ধন্যবাদ।

-শ্রী

Post a Comment

0 Comments