চলচ্চিত্র পর্যালোচনা
চলচ্চিত্র নাম: The witch-part 1 subversion
দৈর্ঘ্য :- ১২৫ মিনিট
প্রকাশকাল :২০১৮
দেশ: সাউথ কোরিয়া
ভাষা: কোরিয়া
জনরা: মিস্ট্রি/সাই-ফাই একশন
পটভূমি :-
চলচ্চিত্রের শুরুতেই দেখা যায়, একটা মেয়েকে ধরতে দৌড়াচ্ছে অনেক মানুষ। অনেক গুলো মর দেহ সমস্ত ল্যাবে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। ল্যাবের প্রধান তখন বের হয়ে আসে, মেয়েটিকে ধরতে হুকুম করে চলে যায় সে। তারপরই দেখা যায়, জঙ্গল পেরিয়ে একটা বাড়ির পাশে একটা ছোট মেয়ে পরে আছে,তার সমস্ত শরীরের রক্ত। ঐ বাড়ির গৃহকর্তা মেয়েটিকে তুলে নেয়।
তারপরের দৃশ্য ১০ বছর পর। সেই মেয়েটি এখন বড় হয়ে গেছে। তার বান্ধবী তাকে একটা গানের কম্পিটিশনে যেতে বলে,সেও আগ্রহ নিয়ে যুক্ত হয় সেখানে। তারপর একটা ম্যাজিক দেখায় সে টিভিতে।
ব্যস তাকে আর লুকিয়ে রাখা যায় কি? বাড়ির চার পাশে শত্রুর আগমন ঘটতে শুরু করে। সে কি অতীতের শত্রুরা নাকি এরা নতুন কেউ? কি চায় মেয়েটির কাছে তারা? এমন করেই গল্পটি এগিয়ে যায় সামনে। যদিও এর দ্বিতীয় পর্ব আসার অপেক্ষায় আছি,তবে প্রথম পর্বটাই দারুন করেছে। দেখার মতো একটা মেয়েকে, লিড রোলে রেখে দারুন এ্যাকশন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য ধন্যবাদ কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কে।
আপনারা কেন দেখবেন?
সহজ, সমস্ত চলচ্চিত্রটাই একটা রহস্য এবং সাই-ফাই চলচ্চিত্র ছিল। দারুন সব গ্রাফিক্স আর এ্যাকশন ছিল। যদিও ইমোশনাল সব দ্বিতীয় কিস্তিতে দেখা গেলেও যেতে পারে।তবে আপনারা এই চলচ্চিত্র টা দেখলে ঠকবেন না, সেটার গ্যারান্টি আমি দিতে পারি।
আমার কথা:-
একশন এবং এক্টিং দারুন ছিল এবং যে একটা রহস্য ছিল সেটা তারা শেষ পযর্ন্ত ধরে রাখতে পেরেছিল। গ্রাফিক্স এবং মেকআপ দারুন হয়েছে,একশন গুলো ছিল দেখার মতো। তাছাড়া যে পাওয়ার দেখানো হয়েছে তাও কম ছিল না। খুব সুন্দর ভাবেই সেটা তারা করতে পেরেছে।
স্টোরি খুব ভালো ভাবেই এগিয়েছে এবং প্রতিটা ব্যক্তিকেই সুন্দর সময় দেওয়া হয়েছে, নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য।
অতিরঞ্জক কিছুই মনে হয়নি আমার কাছে, এক কথায় দেখার মতো একটা ফুল একশন চলচ্চিত্র।
রেটিং:-
পারসোনাল রেটিং- ৮/১০
আইএমডিবি রেটিং - ৭.১/১০
ধন্যবাদ।
0 Comments