কবিতা: ১০১

 ১০১





কবিতার লাইনগুলো মুছে গেছে,

আমি ঠিক বারান্দায় দাঁড়িয়ে থাকি।

আকাশে তারাও জ্বলে

শুধু পাশের মানবীটা নেই আজ।


দক্ষিণা বাতাসে পর্দা তার চিহ্ন এঁকে যায়,

আমি স্বপ্ন ভেবে ধরতে ব্যর্থ চেষ্টা করে যাই।

মেঘের দেশে স্বপ্ন লিখতে কল্পনা করি,

নিজেকে মানবীর কাছে বিলিয়ে দেই।


শুনেছি সে ভালো আছে,

আমার ঠিকানার চিঠি ভুল করে ১০১ এ দেয়!

সে এখন ১০১ এর ঘরের সাজানো পুতুল,

আর আমি ইজি চেয়ারে বসা এক ব্যর্থ মানুষ। 


হাজারো স্বপ্নের পাতায়,

মস্তিস্কে স্মৃতি বেঁচে থাকে।

বলেছিল মানবী আমার,

মনের দাবীর থেকে দেহের দাবী খুব বড়ো?


সেখানে খুব সহজে দাগ কাটা যায়?

দ্বিতীয় স্পর্শ মনে করিয়ে দেয়,

প্রথম চুম্বনের মধুর কয়েকটা সেকেন্ড।

তবুও ভুলে গেছে সে ১০৭ এর ঠিকানা?


তবুও আমি তারা দেখি,

চোখ ঝাপসা হলে শার্টের উল্টো পিঠে চোখ মুছি।

শ্যাওলা ধরা দেওয়াল দেখি,

সন্ধ্যা হলে ঘরে ফেরা পাখি দেখি।

মানবী আমার ভালো আছে

১০১ এর ঘরে আকাশ দেখে।

ছোট ছোট জামা দেয়ালে ঝোলায়,

আমি অবাক হয়ে তার হাসি দেখি।

আর ভাবি,

নিজের মানুষকেই আজ লুকিয়ে দেখি!


-রেজাউল করিম 

Post a Comment

0 Comments