Series Review: Erased

 Erased Tv Series : অনন্য এক ভালো লাগা





সিরিজ পর্যালোচনা
জনরা: সাই-ফাই/ক্রাইম থ্রিলার
সিজন: ১ টি
এপিসোড : ১২টি
দৈর্ঘ্য : ২২মিনিট (+)
প্রকাশকাল: ২০১৬
রিলিজ: নেটফ্লিক্স
ভাষা: জাপানিজ/ইংলিশ


ভূমিকা:-


সাটুরু একটা পিজ্জা শপে কাজ করে। একটা ডেলিভারি দিতে যাবার সময়ই সে আবিষ্কার করে নতুন করে, যে সে কোনো দূর্ঘটনা ঘটার কিছু মিনিট আগেই ভবিষ্যত দেখতে পারে। তখন সে দেখতে পায়,একটা ছেলে রাস্তা পার হবার সময় সড়ক দূঘর্টনায় মারা যাবে। তখনই সে দ্রুত তাকে উদ্ধার করতে ছুটে যায় এবং সে সফলও হয়।
ঠিক সেই সময়, যখন সে ভবিষ্যত থেকে ফিরে আসে, তখন সে একটা কথা বলে " আমি যতবারই অন্যের উপকার করতে গিয়েছি নিজের ক্ষতি করেছি"।
হুম ঠিক সেটাই হয়, সে বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেই হসপিটালে ভর্তি হয়।
তার কিছু দিন পর, তার মা এবং সে ঘুরতে যায় পার্কে। তখন তারা জানতে পারে কিছু বাচ্চা উধাও হয়ে যাচ্ছে। তখন সে আবারও একই দৃশ্য দেখতে পায় কিন্তু তার উপস্থিতির জন্য কিছু ঘটে না। কিন্তু তার মা আসামীকে চিহ্নিত করতে পারে। তার কিছু দিন পর ,বাসায় ফিরে আসার সময় তার রুম থেকে একজন অচেনা লোককে বের হতে দেখে।
দ্রুত ঘরে যায় এবং তার মাকে আবিষ্কার করে ফ্লোরে । তার গায়ে ছুরি মারা এবং ফ্লোরে রক্তের বন্যা। তখনই সে তাকে স্পর্শ করে আর পাশের বাসার একজন মহিলা দেখতে পায় সাটুরু কে। তখন সে মনে করে সাটুরু তার মাকে হত্যা করে। তখনই সে পুলিশকে জানায় এবং পুলিশ এসে পড়ে তাকে গ্রেফতার করতে।
ঠিক সেই সময়ই সে আবিষ্কার করে সে ফিরে গেছে অতীতে। তার ১১ বছর বয়স, ১৯৮৮ সাল তারপর থেকেই গল্প শুরু। সে তখন তার মাকে বাঁচাতে এবং তার বন্ধুদের বাচাঁতে পুনরারম্ভ করে সময়কে। সে কি পারবে তার মাকে বাঁচাতে এবং তার বন্ধুদের বাচাঁতে সিরিয়াল কিলার থেকে?

আপনি কেন দেখবেন?


এই এনিম সিরিজটি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়, কিন্তু এই মিনি এনিম সিরিজটা দারুন একটা সিরিজ। যেমন আছে বন্ধুত্ব, তেমনি আছে ভালোবাসা এবং পারিবারিক সম্পর্ক গুলো। খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই বন্ধন গুলোকে। বন্ধুরা যে কতটুকু জরুরী এবং তার থেকেও মজার যে জিনিসটা ছিল সেটা হল, একবারে নতুন একটা সাই-ফাই আর টাইম ট্রেভেল দেখায়। যারা একই রকমের টাইম ট্রেভেল দেখতে দেখতে ক্লান্ত তাদের জন্য এটা অবশ্যই দেখার মতো।
সব দিক দিয়ে দারুন হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক টাও দারুন ছিল আর তার সাথে আছে স্টোরি টেলিং। সব মিলিয়ে আমার কাছে মিনি সিরিজটা দারুন লেগেছে।

আমার কথা,


এখানে চরিত্র গুলো কে ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারেনি। আরও সুন্দর ভাবে পার্শ্ব চরিত্র গুলোকে ফুটিয়ে তুলতে পারতো। অনেক দেরীতে পার্শ্ব চরিত্র গুলোকে ফুটিয়ে তুলেছে। যা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে। বন্ধুদের এবং অন্যান্য বিষয় অর্থাৎ ভিলেনকে আরও ভালো ভাবে সময় দেওয়া উচিৎ ছিল।
সাথে আরও কিছু এপিসোড তৈরি করা দরকার ছিল। তবে আমি বলবো, তারপরও সিরিজটা মাষ্ট ওয়াচ একটা সিরিজ। আমি পারসোনালি ৮ দিব ১০ এ।
ধন্যবাদ।

-নরকীট 

Post a Comment

0 Comments