কবিতা : অসভ্যের সভ্য

অসভ্যের সভ্য




নিয়ন আলোয় হারিয়ে যাচ্ছি,
তোমার বিম্বের ছায়াতলে।
যেন সনেটের অসমাপ্ত এক যুদ্ধ!
নিজেকে মেলে ধরি মেলাতে।

পাতাল লোকের অতীত,
অথবা সমুদ্রের নীলের কান্না,
মানুষের মতো জানোয়ার!
ঈশ্বরের মতো চতুর।

কেউ আপন নই,
চাঁদ অথবা সূর্যের মতো।
বিষন্নতা অর্থেই আমরা মৃত,
মাত্রা অর্থ কবিতা নয়,মনুষ্যত্ব।

জেনে এসেছিলাম কবিরা মহৎ হয়।
নিজেকে বিম্বে দেখলে ঘৃণা হয়,
কোথায় যেন আজও পশুত্বের গন্ধ পাই,
আমি মানুষ নাকি অসভ্যের সভ্য!

বিদায় বেলায় জেনে রেখো,
দাস প্রথা খুন করতে পারেনি জনাব লিংকন,
জাগিয়ে দিয়েছেন আরও নিত্যনতুন,

সমাজতন্ত্রের রোগ।
যেন গানের সুরে বেওয়ারিশ কুকুর কামড়াতে পারে।

-রেজাউল করিম (নরকীট)

Post a Comment

0 Comments