কবিতা: অমরত্বের পিপাসা

অমরত্বের পিপাসা 




নিয়মিত বেঁচে থাকতে শিখুন বলে,
তুমি যে ঈশ্বরকে চিঠি দিয়েছিলে,
সেই মানুষটি আমিই।
এবং;
বেঁচে আছি,
অথবা মৃত মানুষটিও আমি!

মাঝে মাঝে ইচ্ছে করে কি জানো?
নিজের ভেতরের মানুষটাকে খুন করি।
খুব দারুন একটা পথও পেয়েছি তার জন্য,
প্রশ্ন করবে না সেই উজ্জ্বল পথটা কি?

তবে শোনো,
প্রেমিকার গলায় ফাঁসের দড়ি পড়িয়ে,
একটা কবিতার বই নিয়ে বসবো,
ঠিক তার শূণ্যে ভাসা পায়ের কাছে!

আমি, আমি দেখতে চাই।
অথবা;
আমি প্রমাণ করতে চাই,
প্রেমিকার অথবা প্রেমিকের মৃত্যুতে,
আমাদের কিছু যায় আসে না!

যে ঈশ্বর মানুষের পচে যাওয়া দেহ দেখে, উল্লাস করেন।
সেই একই ঈশ্বরকে পূজা না করে,
আমরা কবিদের পূজা করতে পারি!
তাতে করে অন্তত,
মিথ্যে হলেও অমরত্বের পিপাসা মিটবে।


-রেজাউল করিম (নরকীট) 

Post a Comment

0 Comments