তবুও আমরা প্রেমিক নই
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর কত ধ্বংস হবো?
কতটা অসহায় ভিখিরি হলে,
তুমি রক্ষা করবে আমায়?
নাকি অজুহাতের স্তুপে কবর দিবে আমায়?
জুনো অথবা জুলিয়াস,
নেপোলিয়ান অথবা হেক্টর,
সিজার থেকে অশোক,
আফ্রোদিতি থেকে শী!
দেবী থেকে মর্তের নারী,
চোখের কুঠুরি থেকে হৃদয়ের চিৎকার,
মমতাময়ী মা থেকে বেশ্যার দালাল!
সবাই নিজ সত্তায় বলিয়ান।
বেড়ে উঠুক রাষ্ট্র,
নাবালক অথবা কিশোরী বালিকার মতো,
ইচ্ছে হলে দুহাত চেপে,
নিজেকে ঘোষণা করো
দেবতার মতো অসুর তুমি।
ট্রয় থেকে রোম,
ধর্ম থেকে শয়তান,
ঈশ্বর থেকে মানুষ,
তবুও আমরা প্রেমিক যুগল নই।
0 Comments