কবিতা: ঈশ্বরবিরোধী

 ঈশ্বরবিরোধী





শেষ বিকালে,যখন তুমি
আমার মৃত চোখে তাকিয়ে থাকো,
মনে হয়,করুন ভায়োলিন বেজে যাচ্ছে।
তীব্র থেকে তীব্রতর কষ্ট
সেই করুন আর্তনাদ।

ইরাক,আফগানিস্তান অথবা মুসলিম শিশুদের কান্নায়,
ভারি হয়ে উঠেছে পৃথিবী।
আমি যদি ইহুদি অথবা পশুও হতাম!
তবুও শিশু হত্যার বিরুদ্ধে কন্ঠে আগুন জ্বালিয়ে দিতাম।

এই তো কিছু দিন আগেই,
এক নারী আত্মহত্যা করতে গিয়ে জীবনের অর্থের নতুন শব্দ পেয়েছেন।
যদিও তিনি বিরাট ঈশ্বর বিরোধী।


-রেজাউল করিম (নরকীট)

Post a Comment

0 Comments