কবিতা: কালবৈশাখী

 কালবৈশাখী



এই যে বৈশাখ, কাল বৈশাখ মাস।
তোর বৃষ্টির ফোঁটা,
আমার ছাতা ছিদ্র করে,মাটি ছুঁয়ে যায়।
এত দুঃসাহস কেন তোর?
এই সাহস যদি আমারও থাকত,
তবে আমি ১৬ আনাই বাঙালী হতাম।

আমার দক্ষিণ দিকের জানালাটা ঘেঁষে,
একটা ছোট পেয়ারা গাছ আছে।
তুই তাকেও মাথা তুলে বড় হতে দিস না!
আসিস দূরন্ত সেনার মত,
এসেই মেহেদী গাছটাকেও নত করে দিস!
কি দোষ করেছে বাপু ওরা তোর সাথে?

তবে যাই বলিস,
তোকে অনুভূব করতে বেশি ঝক্কি লাগেনা।
যখন ঘাসের বুকে বাতাস বয়,
দেখতে কতই না সুন্দর এক দৃশ্য!

বৈশাখ,তুই ঠিকই কাল বৈশাখ।
দুর্বল আমের ঘুড়ি উড়িয়ে দিস।
শক্তিকে বাঁচিয়ে রাখিস,
যেন দুর্বলদের প্রতি এক বাঙ্গাত্মক হাসির অপর নাম বৈশাখ

-রেজাউল করিম 

Post a Comment

0 Comments