কল্পনা
তোমাকে হয়তো অনেকেই প্রশ্ন করতেই পারে,
নির্মল ষ্ট্রিট এর রোড টা কোন দিকে?
এমনও হতে পারে,
প্রিয় বইয়ের,প্রিয় একটা লাইন।
নির্মল ষ্ট্রিট এর রোড টা কোন দিকে?
এমনও হতে পারে,
প্রিয় বইয়ের,প্রিয় একটা লাইন।
ধরো তোমাকে,
নীলক্ষেতের গলিটার কথাই বলল,
সাথে টিএসসির রাজুভাস্কর্যের কথাও।
তুমি উওরে বললে,
আমি আজও আয়নায় নিজের বিম্বকেই চিনে উঠতে পারিনি!
এই কথা বলে,মুখটা ভোঁতা করলে,
আর সাথে সাথে লজ্জায় লাল হয়ে
মাথা নুয়ে গেল!
আমার কথাই ধরো,
আমি যখন নীলক্ষেত প্রথমবার যাই,
এত এত কথা শুনেছিলাম,
ভেবে ছিলাম সেটা বইয়ের রাজ্য।
সত্যি কি অদ্ভূত!
আমার কল্পনার সাথে তার এক বিন্দু মিল নেই।
গিয়ে দেখলাম,
রাষ্ট্রতন্ত্র,মেডিকেল আর ঢাকা কলেজ,
সাথে ইডেনের বইয়ের দোকান।
আমি হতবাক, স্তব্দ আর অবাক হয়ে দেখলাম!
থাকার কথা একটা মখমলের টং,
কবিদের আসর,
সাথে রাষ্ট্র এবং জনগণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
কিন্তু আমি গিয়ে দেখেছিলাম উল্টো চিত্র!
আমি যখন রাজুভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছিলাম।
ভেবেছিলাম এখানে মিছিলমিটিং আর রাষ্ট্রের স্মৃতিচারণ করে,ভবিষ্যত নেতারা বেড়ে উঠবে।
হায় আফসোস!গিয়ে দেখলাম,
নারী আর সিগারেটে ডুবে আছে সমস্ত নেতা জাতি।
আমি যখন বলেছিলাম,প্রিয় বইয়ের নাম,
একদল পাঠক সমাজ হাসিতে ফেটে পড়ল!
আমি আবারও উঠে দাঁড়ানোর মত করে দাঁড়িয়েছিলাম।
উচ্চকণ্ঠে বলেছিলাম,
প্রিয় লাইন,'মনুষ্যত্ব অর্জন'।
0 Comments