গুচ্ছ কবিতা
"আমি পথ ভুলে যাই,
তারপর আবার তোমার কাছেই আসি।
এত রাগ অভিমান,
এক পলক তোমায় দেখেই মরে যায়!
তুমি কি করে এত ক্ষমতা রাখো"?
তারপর আবার তোমার কাছেই আসি।
এত রাগ অভিমান,
এক পলক তোমায় দেখেই মরে যায়!
তুমি কি করে এত ক্ষমতা রাখো"?
-রেজাউল করিম (নরকীট)
______
"ভালোবাসো অথবা না,
তবুও তো মনে রাখবে!
আশ্চর্য!
তুমি বেমালুম ভুলেই গেলে?
আর আমি যুদ্ধাহত,
বাড়ি না ফেরা মানুষের অপেক্ষার মতোই,
তোমার জন্য
ভালোবাসার স্বর্গ রচনা করছি"!
-রেজাউল করিম (নরকীট)
"ভালোবাসো অথবা না,
তবুও তো মনে রাখবে!
আশ্চর্য!
তুমি বেমালুম ভুলেই গেলে?
আর আমি যুদ্ধাহত,
বাড়ি না ফেরা মানুষের অপেক্ষার মতোই,
তোমার জন্য
ভালোবাসার স্বর্গ রচনা করছি"!
-রেজাউল করিম (নরকীট)
_____
"আমার দৃষ্টি হও তুমি,
তোমার ভেতরের ,
অলিগলি হাঁটতে চাই আমি।
যেন কখনো পথ না হারাই"।
-রেজাউল করিম (নরকীট)
______
"আমার দৃষ্টি হও তুমি,
তোমার ভেতরের ,
অলিগলি হাঁটতে চাই আমি।
যেন কখনো পথ না হারাই"।
-রেজাউল করিম (নরকীট)
______
"আজকাল আমার কি হয়েছে জানি না!
বইয়ের পাতার পাষাণ লেখা গুলোও,
তোমার মতো কথা বলে ওঠে!
তারা সবাই মিলে তোমার ছবি হয়ে যায়!
কি অদ্ভূত!
যে বই দেখলে আমার ১০৪ ডিগ্রি জ্বর হয়,
আজকাল সেই সব বই নিয়ে বসে থাকি,
শুধু তোমায় এক নজর দেখবো বলে"।
-রেজাউল করিম (নরকীট)
_____
-মানুষ হও প্রেমিক।
-আমি তো মানুষই।
তুই ছুঁয়ে দিলে,
আমি হৃদয় পাবো।
-রেজাউল করিম (নরকীট)
______
"তোমাকে সুন্দর একটা নামে ডাকি।
জানো তুমি সেটা?
যেই নামটা আমার কাছে পবিত্র।
যে নামে আমি স্বপ্ন দেখি,
দিন শুরু করি,
প্রতিটা প্রার্থনায়
আমি না থাকলেও ঠিক তুমি থাকো,
তোমার সেই নামটা থাকে"।
- রেজাউল করিম (নরকীট)
_____
"আমি যদি মরেও যা,
আমার কফিনের কাছে
খবরদার কাঁদবে না।
তোমার কাজল নষ্ট হলে বকবে তখন কাকে"?
- রেজাউল করিম (নরকীট)
______
"এই শহরের ভোরটাও জানে,
আমার অপেক্ষার কারণ।
শুধু তুমিই জানো না,
আমার রাত্রি দিন এখনো তোমারই আছে"।
-রেজাউল করিম (নরকীট)
_____
"মাঝে মাঝে ইচ্ছে করে,
বিশাল আকাশ হয়ে যাই।
সীমান্তহীন হয়ে রবো সারা জীবন,
কোথাও কিছু হারানোর নেই,
কিছু পাবার নেই,
সবই তো আমার"!
- রেজাউল করিম (নরকীট)
______
"কিছু গল্প থাকে,
এদের ইচ্ছে করেও বলা যায় না।
এরা গোপনে আজীবন মরে যায়,
এদের স্মৃতি নেই,
এরা আজন্ম বেওয়ারিশ লাশ"।
- রেজাউল করিম (নরকীট)
_____
"প্রিয় মানুষ,
আর ভালোবাসার শূন্যতাটাকে হারাতে,
মাঝে মাঝে ইচ্ছে করে পাহাড় গিলে খাই! আর শূন্য হৃদয়টাকে পূর্ণ করি"।
-রেজাউল করিম (নরকীট)
______
"তুমি ভেবেছো মৃত আমি তোমায় ছাড়া?
তুমি হয়তো জানো না,
মাঝে মাঝে নোনা জলেও;
মানুষের ক্ষত শুকায়"।
-রেজাউল করিম (নরকীট)
______
"এই শহরের পাখিরা সন্ধ্যা হলে নেমে আসে,
যতই সুন্দর হোক না কেনো আকাশটা।
তারা ঘরের টান বোঝে।
আর তুমি পৃথিবীটাকে বুঝলে শুধু!
আমার হৃদয়টাকে না"।
-রেজাউল করিম (নরকীট)
______
"তোমার চলে যাওয়াটা,
আমার জন্য অনেক দরকার ছিল জানো তো?
কাছের অস্তিত্বটা কতটা জোড়ে আছে,
সেটা জানার জন্য হলেও কাঁদতে হয়!
তাই একটু একান্ত কাঁদাটা জরুরি"।
-রেজাউল করিম (নরকীট)
______
"আমার কষ্টগুলোর ছায়া হতে হবে না তোমার,
যাও,
মুক্তি চাও
মুক্তি দিলাম।
মেঘেদের দলে উড়ে যাও,
সব সুখ তোমার হোক"।
-রেজাউল করিম (নরকীট)
যাও,
মুক্তি চাও
মুক্তি দিলাম।
মেঘেদের দলে উড়ে যাও,
সব সুখ তোমার হোক"।
-রেজাউল করিম (নরকীট)
0 Comments