Movie review: Minority Report

 চলচ্চিত্র পর্যালোচনা 





চলচ্চিত্র নাম: Minority Report
ঘরানা: সাই-ফাই/এ্যাকশন
দৈর্ঘ্য :২ঘন্টা ২৬ মিনিট
প্রকাশকাল: ২০০২
ভাষা: ইংরেজি
দেশ:যুক্তরাষ্ট্র



বিষয়বস্তু;


২০৫৪ সাল,ওয়াশিংটন ডিসিতে পুলিশ বিভাগের এর প্রধান অফিস। যেখানে প্রিকগস নামে কিছু মিউটান মানুষ আছে,যাদের মাধ্যমে প্রিক্রাইম প্রজেক্ট চলে। এই মানুষ গুলো ভবিষ্যত দেখতে পারে আর যার ফলে প্রিক্রাইম নামের এই সংস্থাটি গত ৬ বছর ধরে রক্তারক্তি বা খুন জিরো পার্সেন্টিজ এ নিয়ে আসছে।এই সংস্থা কোথাও খুন হবার আগেই,তারা টের পেয়ে যায়। তখন ঐ খুনিকে তারা থামিয়ে ফেলে এবং জেলে নিয়ে যায়। 
এই সংস্থার সেরা এজেন্ট হল জন এন্ডারসন। তার ছেলে এক সময় কিডন্যাপ হয়। কিন্তু সে ছেলেকে খুঁজে পায় না,এই ছেলেকে খুঁজতেই জন এই প্রিক্রাইমে যুক্ত হয়। কিন্তু দুর্ভাগ্য এখানেও তাকে সফল হতে দেয় না।
আর ছত্রিশ ঘন্টা পর,এই প্রিক্রাইম এজেন্টই খুন করতে যাচ্ছে একজন মানুষ কে।
ব্যস প্রিক্রাইম সংস্থার সবাই তার পেছনে লেগে পড়ে। সে কি চায়? নিজেকে রক্ষা করতে পারবে কি?

আপনি কেন দেখবেন?:-


কারণ চলচ্চিত্র টা জোস একটা বিষয়ের উপর তৈরি। যেখানে ভবিষ্যত খুনি কে আগেই চিহ্নিত করা হয়। তার পর তাকে ধরার জন্য হন্যে হয়ে ঘুরে ফিরছে এজেন্টরা। টান টান উত্তেজনায় ভরপুর ছিল সমস্ত চলচ্চিত্র টা। সাই-ফাই যাদের ভালো লাগে তাদের জন্য অবশ্য দেখার মত চলচ্চিত্র এটা।

আমার কথা:-


সমস্ত চলচ্চিত্র টাই জোস চলছিল,কিন্তু চমক টা অনেক আগেই নষ্ট করে দেন পরিচালক। হয়তো তিনি রহস্য রাখতে চাননি কিন্তু ওটা থাকলেই রহস্য প্রেমীদের জন্য সেরা একটা চলচ্চিত্রও হত। আমি বলছি না আমার ভাবনাই সঠিক। ১৮ বছর পর ওই চলচ্চিত্র নিয়ে বললে কিছু হবে না,কিন্তু আমরা ব্যক্তিগত খারাপ লাগাটা ভাগ করলাম।

এমনি তে চলচ্চিত্র টা সেরা, এক কথায় অসাধারণ। অভিনয় থেকে শুরু করে সব কিছুই জোস ছিল। এক বসায় দেখে শেষ করার মতো চলচ্চিত্র ।

গুনমান নির্ধারন :-

ব্যক্তিগত :- ৭.৮/১৯
আইএমডিবি :-৭.৬


ধন্যবাদ।


-নরকীট


Post a Comment

0 Comments