চলচ্চিত্র পর্যালোচনা: Memento

 চলচ্চিত্র পর্যালোচনা


চলচ্চিত্র নাম : Memento
ঘরানা: মনস্তাত্ত্বিক থ্রিলার/ক্রাইম থ্রিলার
দৈর্ঘ্য :১ঘন্টা ৫৪ মিনিট
ভাষা:ইরেজি
দেশ: যুক্তরাষ্ট্র
প্রকাশকাল:২০০০



বিষয়বস্তু:


একটা বুলেট মাটিতে পড়ে আছে,রক্তাক্ত একজন নিচে পড়ে আছে সাথে চশমা। দেয়াল ভর্তি রক্ত আর খুনীর গালে নাকে চুলে রক্তের ফোঁটা লেগে আছে। তখনই আবার সব কিছু পেছনে ফিরতে শুরু করে। জ্বী, চলচ্চিত্র টাতে নন -লিনিয়ার টাইমলাইন দেখানো হয়। তারপর,ধীরে ফিরে আসতে হয় মধ্য স্থানে । যেখান থেকে চলচ্চিত্র টা সামনে পেছনে এগোতে থাকে। 
শেলবি হচ্ছে একজন রোগী। তার কথা মতে,তার স্ত্রী কে হত্যা করা হয় ধর্ষণের পর এবং তাকে আঘাত করা হয়। যার কারণে সে তার স্মৃতি গুলো ভুলে যায়। মানে বর্তমানে যে সব স্মৃতি মস্তিষ্ক ধারণ করার কথা তা সে পারে না। কিছু মুহূর্ত পরই সব ভুলে যায়।সে শুধু মনে রাখতে পারে, তার স্ত্রীর মৃত্যুর কথা।
" আমার মনে আছে,আমার স্ত্রী যখন মারা যায়। ঠিক সেই মুহূর্তটা ই আমার মনে আছে "
শেলবির এই ভোলা রোগ নিয়ে শুরু হয়,স্ত্রী হত্যার প্রতিশোধ। ধীরে ধীরে চলচ্চিত্র টা পেছনে যেতে শুরু করবে,আপনি জানবেনও কে খুনি। তবুও কি হবে পরের অংশে তা অনুমান করার ক্ষমতা রাখতে পারবেন না।
বার বার চেষ্টা করবেন এবং বিফলে যাবে আপনার চিন্তা। 

আপনি কেন দেখবেন?:-


নন-লিনিয়ার টাইম লাইনের চলচ্চিত্র, নন-লিনিয়ার হল এমন সব চলচ্চিত্র, যা একটা নিদিষ্ট মধ্যস্থকে কেন্দ্র করে শেষ থেকে ফিরে আসবে অথবা শুরু হবে। এই চলচ্চিত্র টাতে যেমন রহস্য আছে,তেমনি আছে উদ্বেগ এবং সুন্দর সুন্দর সংলাপ।
চলচ্চিত্র টাতে শেলবির স্ত্রীর, দৃশ্য গুলোই যথেষ্ট মনের ভেতর টেডিকে ঘৃণা করানোর শক্তি দিতে। তাই এই এক অনবদ্য শিল্পকর্ম কে দেখা হতে কেন বিরত থাকবেন? সেটাই আপনার কাছে আমার প্রশ্ন।

আমার কথা :-


ক্রিস্টোফার নোলান একজন সুন্দর মনস্তাত্ত্বিক খেলোয়ার। আমার চলচ্চিত্র টা নিয়ে সন্দেহ আছে অনেক। এখানে আসলে শেলবি নায়ক নাকি তাকে নিয়ে যারা খেলা শুরু করেছে তারাই নায়ক? 
শেবলি কিন্তু অপরাধীও বটে,নাতালিয়ার স্বামীকে খুন করে এবং সেটা টেডির কারণেই হয়তো। বাট তার গুলিতে হত্যা হয় একজন।
টেডি খুন করে তার কিন্তু কোনো প্রমাণও সরাসরি আসেনি। নাতালিয়ার স্বামীকে মারার জন্য, হয়তো নাতালিয়ার একটা খেলা ছিল সবটা।শুধু আমার একটা ধারণা আর কিছুই না।
অভিনয় গুলো ছিল সেরাদের সেরা। সব কয়জনই তাদের সর্বোচ্চ দিয়েছে। মনে হয় না,এদের বাইরে কেউ এত সুন্দর করে এই চলচ্চিত্র করতে পারবে।

সব কিছু মিলিয়ে,আমার মনে হয় এই চলচ্চিত্র নিয়ে কথা না বলাই উচিৎ আমার। আপনারাই দেখে নিন। 

গুনমান নির্ধারন :-

ব্যক্তিগত :- ৯.৫/১০
আইএমডিবি :-৮.৪/১০


ধন্যবাদ।



-নরকীট 

Post a Comment

0 Comments