Book review: দ্য লাস্ট টেম্পলার

 বই পর্যালোচনা





বই : দ্য লাষ্ট টেম্পলার
লেখক : রেমন্ড খাউরি
অনুবাদ :রবিন জামান খান
মূল্য : ২৫০টাকা
পৃষ্ঠা : ২৮৭
জনরা : থ্রীলার


ভ্যাটিকানের ট্রেজার শো সন্ধ্যায়, ঘটতে যাচ্ছে বিশাল এক দুর্ঘটনা! নাইটস টেম্পলারদের পোশাক পড়ে ডাকাতেরা মূল্যবান সব জিনিসের সাথে নিয়ে যায়, প্রাচীন এক এনকোডার।
এই ঘটনার তদন্ত করতে আসে,এফবিআই এর স্পেশাল এজেন্টরা এবং সেখানেই জড়িয়ে পড়েন আর্কিওলজিষ্ট টেস!
যারা নাইটসদের পোশাকে হামলা করে তাদের বের করতে যখন খুব কাছে,তখন এজেন্টরা তাদের মুত্যুুর লাশ পাচ্ছে,তাহলে কি এর পেছনে কোনো বৃহৎ গোষ্ঠী লুকিয়ে আছে?
যারা চাচ্ছে এনকোডে লুকিয়ে থাকা রহস্য বের করে এই সভ্যতাকে ধ্বংস করে দিতে?

পারবে কি সেই অশুভ শক্তিকে থামাতে এজেন্ট আর টেস?
নাকি খোলশ মুক্ত হয়ে পড়বে গোপন সব রহস্য, যার কারণে ভ্যাটিকান সিটি এখন রহস্য হয়েই আছে।

জানতে হলে পড়তে বসে পড়ুন "দ্য লাষ্ট টেম্পলার"।

আমার কথা,


খুব জোস একটা বই,অনুবাদও খুব ভালো হয়েছে। কিছু রোমান্টিকতা,একটু ভয়,একটা সিংগেল মায়ের বেঁচে থাকা মেয়েকে নিয়ে এবং তার সাহসী হল্প। এই সব হল আপনার এক্সট্রা পাওয়া।

সব মিলিয়ে 100 তে 100 একটা থ্রিলার বই ।পড়ে দেখেন ,না শেষ করে উঠতে পারবেন না।
ধন্যবাদ।

-নরকীট


Post a Comment

0 Comments