বই পর্যালোচনা
নাম: গ্রীক মিথলজি
লেখক: এদিথ হ্যামিলটন
অনুবাদ: অনেকেই করেছেন অনুবাদ।
পৃষ্ঠা :৬৩০/ ৯শ কিংবা কমও
মূল্য: ৮শ বা ৯শ
গ্রীক মিথলজি মানে গ্রীক পুরান,সবাই মোটামুটি এই শব্দটার সাথে পরিচিত। তবে এই একটা বই কিন্তুু একদিনে গড়ে উঠেনি।
লেখক , নাট্যকার সফোক্লিস, হোমার, রোমান কবিদ্বয় ভার্জিল ,ওভিদ । গ্রীক কবি আপোলোনিয়াস, ল্যাটিন কবি আপুলাইউস এবং আলোকজান্দ্রিয়ার কবি থিওক্রিটাস ,বাইওন।
এমন আরও অনেক কবি আর লেখকদের লেখা মিলিয়ে গড়ে তোলা হয় পৃথিবীর সব থেকে সুন্দর বইটি আমার চোখে, গ্রীক মিথলজি।
প্রায় হাজার বছর ধরে গড়ে উঠে গল্প গুলো। মানে বইটা পূর্ণতা পেতে সময় লেগেছে হাজার বছর। কারণ যেসব লেখকের নাম লেখা হয়েছে এদের এক এক জনের সময়কালের ৫শ বা ৪শ বছর করে পার্থক্য আছে।
এইটিতে সবচেয়ে মজার ব্যাপার হল ল্যাটিন,রোমান এবং গ্রীক (আরও থাকতে পারে) সব লেখকদের এক করে গড়ে তোলা হয়েছে।
আর এই সব পরিশ্রমের জন্যই হ্যামিলটন কে মানুষ মনে রাখবেন।
এইবার আসা যাক বইয়ের কথায়,
এখানে গ্রীক পুরাণ এর সব দেব দেবী দের সৃষ্টি এবং বংশের পরিচয় দেওয়া আছে,পৃথিবী সৃষ্টির তত্ত্ব দেওয়া আছে।
তার থেকেও বড় কথা ঐ সময়কার প্রেম ভালোবাসা খুব সুন্দর এবং বিশালকারে লেখা আছে। ছোট ছোট কোনো কিছু বাদ যায়নি।
যেমন ধরেন প্রকৃস ও সেফালাস এর প্রেমের গল্প।
কিছু ছোট মিথ, আমাজনগণ,এন্টিওপি এবং আমালথিয়া ইত্যাদি।
ওডিসির কাহিনী, ট্রয়, ট্রয়ের আগের কাহিনী পরের কাহিনী।
তারপর গ্রীকের যে চারটি দুঃসাহসিক অভিযান যেমন ধরেন ফিটন ,ওটাস এদের গল্প।
তারপর নাটক ধরেন ,ইডিপাস
স্বর্ণলোমের গল্প
ডাফনি,কিউপিড ও সাইকি এমন অনেক গল্প।
এত সুন্দর করে এই বইটা সাজানো হয়েছে যে, আপনি দেখলেই অবাক হবেন।
আমার কাছে অসাধারণ লেগেছে বইটা।
পড়ে দেখতে পারেন খু্ব ভালো লাগবে।
আর যারা প্রেম,ভালোবাসা আর যুদ্ধ পছন্দ করেন, তাদের কাছে এটা কোটি টাকা মূল্যের।
হ্যাপি রিডিং।
-নরকীট
0 Comments