Book review: নর্স মিথলজি

 বই পর্যালোচনা


বই: নর্স মিথলজি
লেখক: নিল গেইম্যান
অনুবাদ: ফুয়াদ আল ফিদাহ ওয়াসি আহমেদ
পৃষ্ঠা : ১৬০
মূল্য: ২৫০
প্রকাশনী: আদী প্রকাশনী



প্লট:


থর,ওডিন এবং লোকি আর অ্যাসগার্ড সম্পর্কে তো সবাই জানেন। কারণ MCU র মুভি সবাই দেখেন। যেখানে ওদের নিয়েই একটা জগৎ গড়ে উঠেছে।

তো বই আর ওইখানের মধ্যে অনেক পার্থক্যই আছে।
বইতে আমরা দেখবো, থর,ওডিন আর লোকিদের একটা জগৎ নিয়ে ধারনা হবে।
দৈত্য দের সাথে যুদ্ধ, দৈত্যরাজের আক্রমন এবং দেবিদের নিয়ে দৈত্যদের আগ্রহ এবং থরের কাছে খুব সহজে হেরে যাওয়া।
লোকির হাস্যকর সব কান্ড ,যা মিথলজি বই গুলোতে কমই পাওয়া যায়, যেখানে একজন দেবতাই সব কর্ম কান্ড করে যাচ্ছে হাঁটতে বসতে, হাস্যকর!
থরের মুড, সব সময়ই এক। কোথাও ছাড় নেই,মারামারির ক্ষেত্রে সবার আগে উপস্থিত।
ওডিন হচ্ছে সব কিছুর সৃষ্টিকর্তা।
এবং সিফ হচ্ছে থরের স্ত্রী।
ফ্রের সৌন্দর্যের দেবী।
নয়টা পৃথিবী নিয়ে তাদের এই জগৎ।

আমার কথা,


খুব হতাশ হয়েছি,কারণ মিথলজি মানেই ইয়া বড় মোটা মোটা বই ।বিশাল যুদ্ধ,অনেক দেবতা থাকবে। থাকবে চতুরতা, পরকিয়া, প্রেম এবং দেবতাদের আহাম্মকী।

যদি এই সব মাথায় রেখে পড়তে বসেন,তবে আপনি নিল গেইম্যানের বইটা পড়ে চুল পরিমান মজা পাবেন নাা । আপনার মনে রাখতে হবে আপনি নর্স মিথলজি পড়তে বসেছেন।

বাট ভালো চলার মতো,গ্রীক মিথলজি ভেবে পড়তে বসলে হতাশ হবেন।
অনুবাদ ভালো হয়েছে।
হ্যাপি রিডিং।



-নরকীট



Post a Comment

0 Comments