বই পর্যালোচনা
বইয়ের নাম: দ্য আলকেমিস্ট
লেখক: পাওলো কোয়েলহো
অনুবাদ: আবির হাসান
প্রকাশনী: বর্নমালা
মূল্য: 220
পৃষ্ঠা : ১২৩
বই সম্পর্কে :
বইটি 20মিলিয়ন কপি বিক্রি হয়েছে, প্রায় ৪২টি ভাষায় প্রকাশ করা হয়েছে। তারপর আবার আধুনিক ক্লাসিক সাহিত্যের মর্যাদা অর্জনও করে নিয়েছে।
তাহলে আলোচনা করতেই হয় বইটি নিয়ে।
প্লট:
স্যান্টিয়োগো নামের আব্দুলেশিয়ান এক যুবক তার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কি করে তা অর্জন করে, যে কিনা শূণ্য হাতে বের হয়েছিল।
তার স্বপ্ন দেখা রত্নভান্ডার আবিষ্কারের জন্য, সে বের হয়ে পড়ে।তখন তার সাথে দেখা হয় একজন সাধুর সে বলে দেয়, কি ভাবে কি করতে হবে।
সাধুর একটা কথাই যুবকটিকে হার মানতে দেয় না।
"যখন তুমি তোমার স্বপ্নের পিছনে মন থেকে ছুটবে ,তখন সমস্ত পৃথিবী তোমার সাহায্যে এগিয়ে আসবে"।
তারপর,তারপর সে সাধুর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে রত্ন ভান্ডারের সন্ধানে। একের পর এক বিপদ, পকেটের সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় চোর!
যুবক ভাবে হয়তো তার রত্নভান্ডার আর পাওয়া হবে না।
আবারও হৃদয়ের কথা শুনে শূণ্য হাতে বেরিয়ে পড়ে আফ্রিকার পথে।
তারপর প্রেমে পড়ে যায় এক সুন্দরী আরব মেয়ের। সে আর চায় না স্বপ্নের পথে ছুটতে। এখানে সুখের শান্তিতে কাটিয়ে দিতে চায় বাকি জীবন। কারণ এখানে সে ভাগ্যের সহায়তায় আর এক আলকেমিস্ট এর সাহায্যে ভাগ্য দেখতে পায়।এটাকে ব্যবসা হিসেবে নিয়ে মরুর মাঝে নিজের প্রেমিকার সাথে বাকিটা জীবন থাকতে চায় এই যুবক।
তাহলে কি এই ছেলের আর রত্নভান্ডারে যাওয়া হবে না? কি সেই বিপদ যা তাকে বার বার থামিয়ে দিচ্ছে? সে কি সব ভাগ্যের সহায়তায় পায়?
এই সব জানতে হলে পড়তে হবে বইটা।
খুব সুন্দর একটা বই,পড়ে নিন আশা করি অনেক কিছুু শিখতে পারবেন।
আমার কথা,
বইটা আসলেই অনেক ভালো একটা বই,খুব ভালো ভালো অনুপ্রাণিত করার মতো বাণী আছে এবং ছোট ছোট গল্পও আছে।
তার পর হল আত্মবিশ্বাসের ব্যাপারটা। কি ভাবে নিজের লক্ষে পৌঁছাতে কাজ করতে হয়,সব মায়া কাটিয়ে উঠতে হয় সবই আছে এই বইয়ে।
ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
0 Comments