বই পর্যালোচনা
বইয়ের নাম: দ্য পোয়েট
লেখক:মাইকেল কনেলি
অনুবাদক:সালমান হক
প্রকাশনী:বাতিঘর প্রকাশনী
প্রকাশকাল:২০১৭
পৃষ্ঠা:৪৭৮
মূল্য:৪৫০৳
বিষয়বস্তু:
জন ম্যাকভয়ের একজন পত্রিকার ক্রাইম রির্পোটার। আজকে তার ভাইয়ের দুজন বন্ধু বা সহকারী দের সাথে গাড়িতে করে যেতে হচ্ছে ভাইয়ের স্ত্রীর কাছে। জনের ভাই শন ম্যাকভয়ের একজন হোমিসাইট ডিটেক্টিভ। তারা দুই ভাই যমজ। সারা জীবন জন রির্পোটের জন্য যখন গিয়েছে কোথাও, তখন কোনো আত্মহত্যা করা মানুষের পরিবারকে যে প্রশ্নটা সে করে, সেই প্রশ্নটাই তার মাথায় ঘুরছে। নিজের পরিবারের সাথে এমন কিছু হয়েছে বলেই,আজ এই মুহূর্তে এই প্রশ্ন কতটা অসহনীয় তা বুঝতে সক্ষম জন।সবাই বলছে শন মানে জনের ভাই আত্মহত্যা করে মারা গেছে। অদ্ভূত হলেও সত্য,জন এই বিষয়টা নিতে পারছে না।জন যাচ্ছে শনের স্ত্রীকে নিজের সামনেই জানাতে।যাতে তাকে স্বান্তনা দিতে পারে।
জন অনেক ভেবেও আত্মহত্যাটা বিশ্বাস করতে পারে না,তাই সে মাঠে নামে। যেমন করে তথ্য সংগ্রহ করে রির্পোটে, সেই ভাবেই শুরু করে। কিন্তু না ধীরে ধীরে বের করে নিয়ে আসে অনেক কালো একটা অধ্যায়। যেখানে কোনো স্বাভাবিক মানুষের বসবাস নেই,আছে একজন / অনেক যারা জানোয়ারের মতো বেঁচে আছে ।
যারা তার ভাইয়ের মতোই, এমন করে আরও পাঁচ জন হোমিসাইট পুলিশ ডিটেক্টিভ মেরেছে। যাদের মৃত্যুর পর তাদের পাশে, তাদের নিজের হাতের লেখা এডগার অ্যালান পো"র কবিতা থাকতো।
এই ব্যাপারটা যেন আত্মহত্যা নয় খুন,এই বিষয়ে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করে।
তারপর এক এক করে বের হওয়া শুরু করে,আমেরিকার বুকে দাপিয়ে বেড়ানো একজন নোংরা সিরিয়াল কিলারের মুখোশ। সমস্ত এফবিআই এবং পুলিশদের নাকের ডগা দিয়ে দিব্বি খুন করে যাচ্ছে সব থেকে বেষ্ট হোমিসাইট ডিটেক্টিভ গুলোকে।
এই কিলার মেশিন কে খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগে এফবিআই এজেন্ট রিচ্যাল এবং রির্পোটার জন ম্যাকভয়ের।
আপনারা কেন পড়বেন?
সহজ একটা বিষয় বলি,আপনি থ্রিলার এবং সাসপেন্স ফ্যান। তবে আমি কেন তাহলে আপনাকে অনুপ্রাণীত করব? অনুপ্রাণীত করব না,শুধু মাত্র সাজেশন দিব, বইটা পড়ুন এবং অবাক হয়ে আবিষ্কার করবেন, একজন লেখক, কেমন করে এত সুন্দর করে সাসপেন্সটা ধরে রাখে এত বড় বইটাতে।
যারা রোমান্টিক পছন্দ করেন,তাদের জন্যও বইটা।এক কথায় অসাধারণ ছিল সমস্ত বইটা। পড়ে দেখতে পারেন।
আমার কথা :-
দারুন একটা বই, এক কথায় মাষ্টারপিস। আমি যখন কোনো বইয়ের চরিত্র গুলোতে ঢুকে পরি, তখন আর অনুবাদ না অরিজিনাল বই সে দিকে খেয়াল থাকে না। অনেক বড় বই,সে হিসেবে কিছু বানান ভুল হতেই পারে। তাছাড়া বাকি সব ঠিক ঠাক অনুবাদকের!
এইবার আসি গল্পের বা সমস্ত লেখাটার বিষয়ে। বইটা সত্যি বলতে অসাধারণ লেগেছে একের পর এক রহস্যে ভরপুর ছিল পুরো লেখাটা।
বর্ণনা গুলো ছিল অসাধারণ স্পষ্ট। খুব নিখুঁত ভাবে বর্ণনা করা, ক্রাইম থ্রিলারের জন্য সব থেকে সুন্দর লেখা হয় বলে আমি মনে করি। একটা দৃশ্য কল্পনা করাটাও কিন্তু তখন সহজ। যা সব লেখক পারে না, আর এই ক্রাইম থ্রিলার জগৎটায় আগাথা (রহস্যের রাণী) এত সুন্দর করে সব বর্ণনা তুলে ধরতেন।
রোমান্টিক এর ব্যাপারটা আরও সুন্দর ছিল। কথোপকথন এবং সব কিছুর অকপট স্বীকার করানো। সব মিলিয়ে দারুন একটা বই।
আর একটা ব্যাপার হচ্ছে পাঠকের ব্রেইন নিয়ে খেলা। সত্যি অনেক দিন পর এমন অসাধারণ বই পড়লাম। যথেষ্ট খেলাতে পেরেছেন পাঠকের ব্রেইন নিয়ে।
অসাধারণ।
0 Comments