কবিতা: আমি আকাশ হবো না

 আমি আকাশ হবো না



আমাকে হতাশার সাথে করমর্দন করে কাঁদতে দেখোনি তুমি।
দেখেছো শুধু দরজা জানালা বন্ধ, গুমোট গন্ধের বন্ধ ঘর।
আমাকে ফাঁসের দড়ি হাতে হাঁটতে দেখোনি,
দেখেছো শুধু ছায়ায় মোড়ানো এক প্রতিবিম্ব; হেঁটে যাচ্ছে রমজানের পরিষ্কার কবরে।

আমাকে, আমাকে শুধু দেখেছো,
গল্পে মোড়ানো ঈশ্বরকে দোষারোপ করতে।
কখনো হৃদয়ে হাত দিয়ে দেখোনি,কি লুকিয়ে আছে সপ্তম স্তরে!
আমাকে দেখেছো, কবিতার সাথে রাত কাটাতে,
কখনো বুৃঝতেই চাওনি,আমি বেঁচে আছি!
আমি বাঁচতে চেয়েছিলাম,
আমি ছুটতে চেয়েছিলাম,
আমি চেয়েছিলাম কান্না করতে,
তোমার মতো করে পৃথিবীটাকে কল্পনা করতে।

সিলিং ফ্যানের শব্দে ঘুম আসেনা।
মৃত্যুর মতো শব্দ শোনায় সেই কচরমচর গান।
মায়ের কোলে মাথা দিতে যতবার ছুটেছিলাম,
দরজা বন্ধ।
ওপারে খোলা আকাশ নেই জেনেছিলাম।
অন্ধকারে আবার হাতে হাত রেখে নিজেকে বলেছিলাম,
"আমি আকাশ হবো না"।


-রেজাউল করিম (নরকীট)

Post a Comment

2 Comments