পবিত্র আত্মা!
আত্মহত্যার গান গ্লুমি সানডে,
আমার ভবিষ্যত সোডিয়ামের বাতির মতো সুন্দর।
বিবাহিত বিধবা!
অথবা
নিহত বীর।
কাব্য কার কথা গেঁথে রাখে অনাদরে?
আমার নিঃশ্বাসে বিষাক্ত পাপ,
যেন ঈশ্বর মরে গেছে সৃষ্টির উল্লাসে।
কেমন হবে?
যদি আমি ভালোবাসাকে পুড়িয়ে মারি আমার অহংকারে?
গ্রীক অথবা পারসিয়ান,
নদীর স্রোতে বহমান অনুভূতি,
মানুষের মতো পশু!
আর
ঈশ্বরের মতো অপবিত্র!
যেন নরক থেকে উঠে আসা আমার প্রতিবিম্ব।
ডেকেছে শয়তান,
এবং
মৃত দেবতার অবহেলিত বীর্য।
কোথাও লিখিত নেই।
আমাকে আটকে দিয়ে তুমি জিতে যাবে।
জেনে রেখো,
ভালোবাসা, ঈশ্বরের বিপরীত বিম্বের গান গায়।
পতিতালয়ে নরক নয় স্বর্গ দেখো,
অন্ধকারে দেবতার উল্লাস,
যেন আলোতে ঝলসে গেছে আমার পবিত্র আত্মা।
পবিত্র!
অদ্ভূত এ কেমন শব্দ?
কোথা থেকে কিনে নিয়েছো?
ঈশ্বর বিক্রি হয় কোথায়?
আত্মারা কি জীবিত?
আমার ভবিষ্যত সোডিয়ামের বাতির মতো সুন্দর।
বিবাহিত বিধবা!
অথবা
নিহত বীর।
কাব্য কার কথা গেঁথে রাখে অনাদরে?
আমার নিঃশ্বাসে বিষাক্ত পাপ,
যেন ঈশ্বর মরে গেছে সৃষ্টির উল্লাসে।
কেমন হবে?
যদি আমি ভালোবাসাকে পুড়িয়ে মারি আমার অহংকারে?
গ্রীক অথবা পারসিয়ান,
নদীর স্রোতে বহমান অনুভূতি,
মানুষের মতো পশু!
আর
ঈশ্বরের মতো অপবিত্র!
যেন নরক থেকে উঠে আসা আমার প্রতিবিম্ব।
ডেকেছে শয়তান,
এবং
মৃত দেবতার অবহেলিত বীর্য।
কোথাও লিখিত নেই।
আমাকে আটকে দিয়ে তুমি জিতে যাবে।
জেনে রেখো,
ভালোবাসা, ঈশ্বরের বিপরীত বিম্বের গান গায়।
পতিতালয়ে নরক নয় স্বর্গ দেখো,
অন্ধকারে দেবতার উল্লাস,
যেন আলোতে ঝলসে গেছে আমার পবিত্র আত্মা।
পবিত্র!
অদ্ভূত এ কেমন শব্দ?
কোথা থেকে কিনে নিয়েছো?
ঈশ্বর বিক্রি হয় কোথায়?
আত্মারা কি জীবিত?
0 Comments