Book Review :শোণিত উপাখ্যান ( অতীত)

 নাম: শোণিত উপাখ্যান _ অতীত
লেখক: সৈয়দ অনির্বান
প্রকাশনী: আদি প্রকাশনী
মূল্য: ২৬০ টাকা
জনরা: হিস্টোরিকার আরবান ফ্যান্টাসি, থ্রীলার


একটা স্বপ্ন কে নিয়েই সমস্ত যুদ্ধ আর একজন বীর যোদ্ধা আর সম্রাট বাবর তার সন্তান বাঁচানোর চেষ্টা!
সবই এক বিশাল অশুভ বার্তা! 
তিনজন দেবী, কেনো একজন বীরের কাছে রক্ত আর যুদ্ধ চায়?
বাবর কি শোণিত মন্দিরের সাহায্যে তার সন্তানকে বাঁচাতে পারবে?
প্রথম দিকে এই দুইটা বিষয়ই আপনার মাথায় চেপে বসবে।
দ্বিতীয় অনুচ্ছেদে:
একজন ডাইনদের হাতে বন্দি এক ছেলে আর এক মেয়ের ভালোবাসা। তারা কি পারবে তাদের ভালোবাসা বাাঁচিয়ে রাখতে ঐ ডাইনদের হাত থেকে রক্ষা পেতে?
পারবে কি তাদের সাহায্য করতে তরঙ্গ? 
অবলাল কে? কোথা থেকে আসছে? তার পরিচয়!
সবই দেওয়া হয়েছে এই বইয়ে...
বইটা আগেরটার থেকেও ভালো লেগেছে, বাট লেখকের কিছু অবিচক্ষণতার ব্যর্থতা বলা যায়!
প্রথম অনুচ্ছেদটা শেষ করতেন বা কাছাকাছি কোনো একটা টুইষ্ট দিয়ে রাখতে পারতেন। কিন্তু তিনি এখানেই এমন ভাবে প্রথম অনুচ্ছেদটা শেষ করলেন যে, আমার একান্তই ভালো লাগেনি।
দ্বিতীয় অংশটা ভালো হয়েছে, অনেক ভালো।
যারাই পড়বেন আশা করি ভালো লাগবে।
হ্যাপি রিডিং

-নরকীট

Post a Comment

0 Comments