Book Review : শোণিত উপাখ্যান(বর্তমান)

বইয়ের নাম: শোণিত উপাখ্যান(বর্তমান)
লেখক:সৈয়দ অনির্বান
প্রকাশনী:আদি প্রকাশন
বই মূল্য:২৫০টাকা
জনরা:থ্রিলার,হরর


আপনাকে একটা বই দেওয়া হল,আর কেউ একজন উপর দিয়ে সাদা কাগজে লিখে দিল বাংলা থ্রিলার বই এবং হরর !
তবে আপনি যাই হোন,বইটা সুন্দর করে বুক সেলফে গুছিয়ে রাখবেন ।
কিন্তু এই অনির্বান ভাইয়ের বেলায়ও যদি আপনি তা করে থাকেন তবে বেশি  বোকামী করে ফেলবেন!
বইটার গল্পটা যেভাবে এগিয়ে যায়,সেখানে দেখা যায়, ঢাকা শহরের ভিতর আন্ডারওয়ার্ল্ড ডার্ক একটা দিক।
যারা নিজেদের কেউ খারাপ দল আবার কেউ বা ভালো দল হিসেবে মনে করে এক একজনের পথ আটকে ধরছে! কেউ লালন করে হাজার বছরের ঐতিহ্য আর অন্য দল মানুষকে বাঁচাতে এগিয়ে আসে ওদের থেকেও বেশি শক্তি নিয়ে!
একটা মার্ডার আর নার্ভ নরম এক পুলিশ তার সাহসের অভাবেই কেসটা গিয়ে পড়ে ইন্টারোগেশন এর দক্ষ একজন অফিসারের হাতে।
তারপর,শুরু এক এক করে মিলে যাচ্ছে আলামত,
পুরানো এক কেসের সাথে... যেখানে শুধু ভয় নয়,
ছিল ভয়ংকর কিছু অশুভ আত্মাদের বসবাস ..
ধীরে ধীরে বের হয়ে আসবে, আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই ভয়?
হুম হাজার বছর পিছিয়ে নিয়ে যাবে এই আত্মাদের ভর করিয়ে... তাহলে পড়ে ফেলুন শেষটা জানতে!
ধীর লয়ে,মনে হচ্ছে আপনাকে কেউ মধু খাওয়াতে চাচ্ছে বাট আপনি বললেন না আমি তাড়াতাড়ি খেতে চাই .....হাহা সেই রকম অবস্থা এই বইয়ের বেলায়।
লেখক খুব সুুন্দর করে তার চরিত্র গুলো কে তুলে ধরেছেন,এবং খোলসমুক্ত করতে পেরেছেন। আমি বলবো এটা লেখকের সবচেয়ে ভালো গুণ যা সচরাচর নতুন লেখকদের বেলায় দেখা যায় না।
এবং চরিত্র গুলো খুব ভালো করেই ফুটিয়ে তুলেছেন,তবে মীরানার দিকটা একটু স্পষ্ট আর নজর দেবার দরকার ছিল।
এবং কয়েকটা ব্যাপার পুরো বইটাতে বার বার তুলে ধরেছেন, তা না করলে হয়তো আরও একটু বেশি সুন্দর লাগতো।
বাট বইটার এই একটা দিক ছাড়া আমার কাছে সেরাই লাগছে,দ্বিতীয় পর্ব হাতে পাওয়ার আশায় আছি।
তাহলে শুরু করে দিন যদি হাতে থাকে বইটি।
হ্যাপি রিডিং

-নরকীট

Post a Comment

0 Comments