আত্মহত্যার গান
আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে,
আমারই কবিতাকে তুমি বলেছ আত্মহত্যার গান?
আত্মাদের কবর থেকে তুলে জিজ্ঞেস করা হোক,
"আপনাদের ঘুমানোর জন্য খাট বালিশ আর নারী দেওয়া হয় কী"?
আমার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে প্রেমিকার ঠোঁট শুকিয়ে সাহারা,
আমি তার ঠোঁটে চুম্বন করে নিজের আত্মার রস খুঁজে পাইনি।
অদ্ভূত ভাবে আবিষ্কার করলাম,
সঙ্গমের স্মৃতি প্রেমিকার মতো মহৎ।
আমি ঈশ্বরকে বললাম,
আমার আত্মা তুমি কিনে নেবে নাকি?
আমিই তোমার নামে আত্মার কেনা বেচার হাট বসাবো?
উনি আমাকে বললেন,
নরক থেকে উঠে আসা মানুষ আমার মতো হয়!
ফাঁসির দড়িকে গয়না ভেবে আমার মা গলায় পড়েছিলেন।
বাবা বললেন " ও প্রিয়তমা তোমাকে কি.. "
কিছু বলতে পারেননি,
তার আগেই শট গানের ট্রিগারে ভুল করে টিপে দিয়েছিলাম আমি।
বাবার মগজের উপর হাঁটতে হাঁটতে
মায়ের চুলে হারিয়ে গিয়েছিলাম।
তারপর চিৎকার করে বলেছিলাম,
ঈশ্বর দেখুন,
"আমি নরক থেকে এসেছি এবং
এবং
আপনাকেও নরকে নিয়েই থামবো আমি"।
কোথায় আমি?
প্রেমিকার গহীন নিশ্বাসে?
অথবা সঙ্গমের গভীর চুম্বন কপালে?
এবং হয়তো ঈশ্বরের অভিশপ্ত নামে!
বেঁচে থাকুন।
আপনার নিজ সত্তাকে নিয়ে বেঁচে থাকুন,
এবং
বাঁচতে শিখুন।
-নরকীট
0 Comments