Mother- চলচ্চিত্র পর্যালোচনা

 চলচ্চিত্র পর্যালোচনা 





চলচ্চিত্র নাম : Mother
ঘরানা: অপরাধমূলক-রোমাঞ্চ
দৈর্ঘ্য: ১২৮ মিনিট
প্রকাশকাল: ২০০৯ সাল
দেশ : কোরিয়া
ভাষা: কোরিয়ান


বিষয়বস্তু:

একজন বিধবা মহিলা আর তার প্রতিবন্ধী ছেলে। দুজন কোরিয়ার একটি ছোট শহরে থাকেন। ছেলে ডু জুন আর বিধবা মা মিলে চলছে খারাপ না। ছেলে সারা দিন রাস্তায় রাস্তায় ঘোরে, তার বন্ধু অবশ্য সুস্থ এবং বলা যায় এলাকার সন্ত্রাস জিন থাই।দুজন মিলে সারা এলাকায় ঘুরবে আর মারামারি করবে আর যখন জরিমানা লাগবে, তখন প্রতিবন্ধী জুনের কাঁধে সব অপরাধ তুলে দিবে। যেহেতু জুন প্রতিবন্ধী এবং তার মা শহরে হারবাল ওষুধ বিক্রি করে। ঐ টাকা দিয়ে সব জরিমানা আর নিজেদের সংসার চলে যায় মা-ছেলের। তবুও ছেলের জন্য একটুও কষ্ট হয়না বা অবহেলা করে না। ছেলে যাই করুক,তাকে চিকিৎসা এবং ভালো ভালো খাবার দেওয়ার জন্য বদ্ধপরিকর মা টি।
এর ভেতর এক দিন রাত্রে ডুন জুন বার থেকে ড্রিংকস করে ফিরে আসে। তখন সে একাই ছিল। রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়, মেয়েটি নির্জন জায়গা দেখে দ্রুত হাঁটতে থাকে। দুজন হাঁটাহাটির এক পর্যায় জুন চলে আসে। তারপর দিন ঐখানে মেয়েটির লাশ পাওয়া যায়।তারপর এই খুনটি যে জুন করেছে তার কিছু নমুনাও ছিল। যার কারণে তাকে জেলে নেওয়া হয়। কিন্তু একজন প্রতিবন্ধী বা বোকা মানুষ কি করে মানুষ মারে? সেটা নিয়েই সন্দেহ আর নিজের একটা মাত্র সন্তান। একে কি করে হারাতে দিবে? শুরু হয় ছেলেকে বাঁচানোর এক অসহায় বৃদ্ধা মায়ের লড়াই।

কেন দেখবেন আপনি?:-

কারণ এটা দেখলে বুঝবেন,মা শব্দটা কতটা শক্তি নিয়ে বসবাস করে । কেমন করে আগলে রাখে সন্তানকে। যাই থাকুক তাতেই তার কিছু যায় আসে না,এসে যায় সন্তানের উপর কোনো ক্ষতি নেমে আসলেই।


আমার কথা:-

চলচ্চিত্র তে নির্দেশক এর কথা দিয়েই শুরু করি।বঙ জোন হো এমন একজন নির্দেশক যার কাছে এমন ভালো চলচ্চিত্র ছাড়া কিছু আপনি আশা করতে পারেন না। এই চলচ্চিত্রটা অনেক পুরুষ্কার নিজের করে নিয়েছে। সাথে তো আছে বক্সঅফিস। তার সেই রকম কিছু চলচ্চিত্রর নমুনা দেখুন-
-প্যারাসাইট
-হোস্ট
-মেমোরিস অফ মার্ডারাইস
ইত্যাদি
প্রতিবন্ধী ছেলেটি কে? বুঝতে একটু সময় লাগলেও দেরী হবে না। এই যে আমাদের সেই হিরো, বিন।সাজসজ্জা এত সুন্দর ভাবে করা হয়েছে,যে এই সেই "Man from nowhere " এর সুদর্শন নায়ক মনেই হবে না।
মায়ের চরিত্রটি যে করেছেন এই অভিনেত্রীর জায়গায় আপনি অন্য কাউকে কল্পনা করতেও পারবেন না। প্রতিটা দৃশ্যই ছিল নির্ভুল। একটা দৃশ্য অসাধারণ ছিল,যখন খোলা মাঠে ঘাড় নাড়িয়ে নাচে। আহা কি অসাধারণ অভিনয়টাই না ছিল।
সব মিলিয়ে একটা রহস্য-রোমাঞ্চকর চলচ্চিত্রর সেরা শিল্পকর্ম বলতে কোনো দ্বিধা নেই। দেখার পর আপনিও এক বাক্যেই বলবেন হ্যাঁ এটাই তো সেরা শিল্পকর্ম।


গুণমান নির্ধারন :-

ব্যক্তিগত :- ৯/১০
আইএমডিবি :-৭.৮/১০

ধন্যবাদ।

-নরকীট 

Post a Comment

0 Comments