সিরিজ পর্যালোচনা
সিরিজ নাম: Descendants of the sun
কালপর্ব:১ পর্ব: ১৬+৩ বিশেষ পর্ব
প্রতি পর্বের দৈর্ঘ্য:৬০ মিনিট
ঘরানা:কল্পনামূলক/অতিনাটকীয়তা/যুদ্ধমূলক
দেশ: কোরিয়া
ভাষা: কোরিয়ান
প্রকাশকাল:২০১৬
বিষয়বস্তু:
সাউথ কোরিয়ার বিশেষ বাহিনীর একজন কর্মকর্তা হল ইউ-সি-জিন। (আমি সিজিন বলব পুরো লেখায়) সি-জিন এবং তার সহকর্মী বন্ধু দাই -ইয়ং ছুটিতে আছে কিছু দিনের জন্য।
এর ভেতর তারা যে রেস্তরাঁতে এসেছে ড্রিংকস করতে তার পাশেই এক মোটরসাইকেলে চোর চুরি করতে গিয়ে আহত হয়। তখন ঐ চোর কে হাসপাতালে পাঠায় সি-জিন এবং দাই- ইয়ং।চোর কে হাসপাতাল পাঠানোর একটু পর,দেখা যায় দাই-ইয়ং এর মোবাইল নেই পকেটে।
তখন তারা দুজনই বুঝতে পারে কাজটা করছে কে।তাই দুজন হাসপাতাল যায়।তখনই দেখা হয় ডা:মো-ইওন এর সাথে।তারা তখন ভুল বুঝে,কারণ চোরের ফোনটি থাকে মো-ইওন এর হাতে। আর দাই-ইয়ং এর ফোনে সি-জিন এর নাম্বার সংরক্ষণ করা থাকে বস লিখে। তো মো-ইওন ভাবে এই লোক চোরের সর্দার।
কিন্তু অনেক কাহিনীর পর তারা তাদের ভুল বুঝতে পারে।তখন দুজন ব্যক্তিগত আলাপে যায়। এক সময় সব জানতে পারে একে অন্যের ব্যাপারে। তারপর,দুজনই দেখতে পায় দুজনের পেশাগত দূরত্ব। একজন মানুষের জীবন বাঁচানোর লড়াই করে অন্য জন দেশের জন্য জীবন নিতে এক সেকেন্ডও দেরী করে না।
হুম দুজন আলাদা হবার পর,একটা মিশনে আবার দেখা..! হুম এখান থেকেই গল্প এগিয়ে যায়। হবে কি দুজনের মিলন নাকি আবারও দূরত্ব বাড়বে?
-আপনারা দেখবেন কেন?
প্রেমমূলক জিনিস তাও কোরিয়ান সিরিজ। একটু ব্যাপার তো থাকবেই। দেখার মতো ছিল,অবশ্য যেহেতু টিভি সিরিজ তাই প্রচুর সময় থাকলে বলব দেখতে বসে যান। যথেষ্ট ভালো।সেনাবাহিনীর কিছু কর্মক্রিয়া সাথে একটা মিষ্টি নায়িকার মান অভিমান। ভালো লাগবে আশা করি,সবটা সিরিজই সেনাদের ভিত্তি করে বানানো।মোটামুটি সব টুকু সময় সেনাদের ক্যাম্পেই কাটানো হয়।
তাই দেরী না করে বসে পড়েন।
আমার কথা,
অভিনয় তো আর এই সব সিরিজে একবারে নিখুঁত হয় না তবুও যথেষ্ট ভালো ছিল। সাজসজ্জা থেকে শুরু করে দৃশ্যপট সবটুকুই জোস। যেমন বিনোদন আছে,তেমন কিছু কিছু দৃশ্য ছিল দেখার মতো। কিছু প্রচেষ্টা তো চলচ্চিত্রের থেকেও ভালো ছিল ।
তারপর আছে দুর্নীতি আর বাংলাদেশের করোনায় যেমন চাল চোররাও মায়া করে না। তেমনি কিছু দৃশ্য।
সব মিলিয়ে জোস একটি সিরিজ,কোন চিন্তা না করে বসে পড়তে পারেন।
গুণমান নির্ধারন:-
বিভিন্ন সাইট গুলোর গুণমান:-
(গড়)৯- ৯.৫ /১০
ব্যক্তিগত:- ৮.৮/১০
ধন্যবাদ।
-নরকীট
0 Comments