City Hunter- সিরিজ পর্যালোচনা

 সিরিজ পর্যালোচনা 





সিরিজ নাম: City Hunter
ঘরানা: এ্যাকশন,থ্রিলার
দেশ: কোরিয়া
ভাষা: কোরিয়ান
প্রকাশকাল: ২০১১
দৈর্ঘ্য : ৭০ মিনিট
কালপর্ব: ১টি
পর্ব: ২০টি


বিষয়বস্তু:

Operation Cleansweep নামে একটা অপারেশন করবে সাউথ কোরিয়া। যেখানে ২১ জন সদস্য থাকবে,তাদের কাজ হল উত্তর কোরিয়ায় ঢুকে তাদের টক র্যাংকিং এর কিছু অফিসারদের হত্যা করা। কারণ তাদের বোম্বিং এ দক্ষিন কোরিয়ার কিছু সদস্য মারা গেছে।
এই Operation Cleansweep পরিচালনা করবে পাঁচ জন সদস্য। আর এটাকে এরেঞ্জ করতে দুজন প্রেসিডেন্ট বডি গার্ডকে দায়িত্ব দেয়। 
তারা দুজন আবার ভালো বন্ধুও বটে,লি এবং পার্ক। দুজনই সেই অপারেশনের জন্য বাকি ১৯ জন সদস্য এরেঞ্জ করেন। 
যখন তারা অপারেশন সম্পূর্ণ করে দেশে ফেরার জন্য নদীপথ বেছে নেয়, তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। তাদের পাঁচ পরিচালক তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই তারা যখন সাবমেরিনে উঠতে যাবে,তখন তাদের সবাইকে গুলি করা শুরু করে এক দল স্নাইপার। 
কিন্তু পার্ক আগেই গুলি খায়,তাই সে লি কে তার নিচে চেপে ধরে রাখে । যাতে অন্তত লি বেঁচে থাকে। 
লি তারপর বেঁচে ফেরে তার দেশে। দেশে এসেই সে চুরি করে পার্কের ১মাসের বাচ্চাকে, তাকে নিয়ে যায় নিজের সাথে। গড়ে তুলে এক টিম। সেখানেই ট্রেনিং নেয় লি ইয়ং সাং। সব কিছু শেষে তার প্রতিশোধ নেওয়ার মতো সব কিছু যখন অর্জন করে, তখনই তাকে উত্তর কোরিয়ায় পাঠানো হয় আমেরিকা থেকে। 
তারপর এক এক করে ঘটনা ঘটতে থাকে এবং একটা নতুন মাত্রা যুক্ত হয় প্রতিশোধে। ধীরে ধীরে খুলতে থাকে একের পর এক রহস্য আর মানুষ জানতে পারে সেই ১৯৮৩ সালের Operation Cleansweep সম্পর্কে । 
আসলেই কি হয় এই সিরিজে? সত্যি কি ঘটে? ঘটনার পেছনের গল্পটা কি? ঘটনার পেছনেও ঘটনা থাকে,মাষ্টার মাইন্ড থেকেও মাষ্টার মাইন্ড থাকে। যত সহজ দেখায় সব কিছু কি এত সহজেই দেখানো যায়? 

আমার কথা,

পুরো সিরিজটাই দারুন ছিল। কিন্তু শেষে এসেই মনটা ভেঙ্গে দেয়। আমার কাছে সিটি হান্টার থেকেই ঐ পেছনের মাষ্টার মাইন্ডটাকেই ভালো লেগেছে বেশি। শেষের কাজটা যদি করতে পারতো তবেই এই সিরিজটা স্বার্থক হত। 
সাজসজ্জা এবং গল্পের পরত উম্মুক্ত করার প্রক্রিয়াটা ছিল অসাধারণ। চরিত্রের যে উন্নতি বা তৈরি করার করার প্রক্রিয়া সেটাও ছিল দারুন। মানে একটা সিজনে সব কিছু খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছে। 
মারপিট এর দৃশ্য গুলোও ছিল দেখার মতো। যদিও কিছু জায়গায় শুধু শুধুই লাফঝাঁপ দেয়। তাছাড়া আরও কিছু ছিল যা একটা কাহিনীর দারুন নাটকীয়তাকে হত্যা করেছে নিজ হাতে। 

আমার কাছে মোটামুটি মানের লেগেছে সিটি হান্টার সিরিজ টা । যাদের অনেক পরিমাণ সময় আছে হাতে, অবশ্যই থাকার কথা, করোনার সময়। তাই দেখে নিতে পারেন ২২ ঘন্টার একটা সিরিজ। 

গুনমান নির্ধারণ :-

আইএমডিবি :- ৮.৮/১০
ব্যক্তিগত :- ৭.৫/১০

ধন্যবাদ।


-নরকীট 

Post a Comment

0 Comments