যুদ্ধ এবং শান্তি
আমার একটা পথের পথিক ছিল
টুকরো টুকরো করে তাকে কেটে
ভাসিয়েছিলাম অবহেলার নদীতে।
দীর্ঘশ্বাস আমাকে বাঁচতে শিখিয়েছে
কোথায় থামতে হবে আমি জানি
জানি আমার গন্তব্য এখানে।
টুকরো টুকরো করে তাকে কেটে
ভাসিয়েছিলাম অবহেলার নদীতে।
দীর্ঘশ্বাস আমাকে বাঁচতে শিখিয়েছে
কোথায় থামতে হবে আমি জানি
জানি আমার গন্তব্য এখানে।
আমাকে সৃষ্টি করার পর,
ঈশ্বর শয়তান কে মুক্তি দিয়েছিলেন।
আমার প্রেমিকা এবং আমি
দুজনই আহত হয়ে ফিরে যাচ্ছি নক্ষত্র সমান দূরত্বে।
ঈশ্বর শয়তান কে মুক্তি দিয়েছিলেন।
আমার প্রেমিকা এবং আমি
দুজনই আহত হয়ে ফিরে যাচ্ছি নক্ষত্র সমান দূরত্বে।
আমাকে বলা হয়েছিল,
যুদ্ধ শেষে মায়ের অভিমান কেটে যাবে।
রক্তের দাগ শুকিয়ে যাবে।
মানুষেরা রূপ বদলাবে।
যুদ্ধ শেষে মায়ের অভিমান কেটে যাবে।
রক্তের দাগ শুকিয়ে যাবে।
মানুষেরা রূপ বদলাবে।
আমাকে আরও বলা হয়েছে যুদ্ধ এবং শান্তি,
তরোয়ালের ডগায় খাবি খায়।
মুদ্রার এই পিঠ আর ওই পিঠ,
যেন আহত পাখির এক দল কবর।
তরোয়ালের ডগায় খাবি খায়।
মুদ্রার এই পিঠ আর ওই পিঠ,
যেন আহত পাখির এক দল কবর।
0 Comments