অ্যালবাম রিভিউ
ব্যান্ড নেইম: ল্যাম্ব অফ গড
অ্যালবাম: ল্যাম্ব অফ গড
জনরা: গ্রুভ মেটাল / মেটালকোর
লিরিক্যাল থিম: পেইন , মিজেরি, পলিটিকস, হেরেসি
রিলিজ ডেট: ১৯ শে জুন,২০২০
লেবেল: নিউক্লিয়ার ব্লাস্ট
টাইম স্প্যান: ৪৪:৪২
লাইন আপ-
ব্যান্ড মেম্বারস:
John Campbell :বেস
Mark Morton :গিটার
Willie Adler :গিটার
Randy Blythe :ভোকাল
Arturo "Art" Cruz :ড্রামস
গেস্ট/সেশন মিউজিশিয়ান:
Jamey Jasta :ভোকাল (track 7)
Chuck Billy :ভোকাল (track 8 )
টোটাল ট্র্যাক: 10
ট্র্যাক লিস্টিং:
1. Memento Mori (05:48)
"মোমেন্টো মোরি" একটি ল্যাটিন শব্দ যার অর্থ হল,মৃত্যুর কথা স্মরণ করো। যত যাই হোক মৃত্যু হবেই। এই থিম নিয়েই গানটা করা।প্রথম যখন প্লে করবেন Randy মেলোডিক সাউন্ড মনে হবে।আহা এটা ল্যাম্ব অফ গড! তারপর শুরু হবে আসল খেলা। আমার কাছে অ্যালবামের বেষ্ট গান মনে হল এটাকেই। টানা ৫-৮ বার শোনা হয়েছে,তারপর অন্য ট্র্যাক গুলো শুনেছি। এই গান নিয়ে Randy ইন্টার্ভিউটা নিচে হুবুহু তুলে ধরা হল।" momento mori লিখেছিলাম নিজেকে একপ্রকার স্মরণ করাতে। আমরা যে সর্বব্যাপী বৈদ্যুতিন যন্ত্র যেমন- মোবাইল কম্পিউটর, টেলিভিশন দ্বারা শুধু নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিব তা নয় ; এই জিনিসগুলোকে আমরা দেশবিদেশের খবরাখবর জানার মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি। বাস্তবিক জগতের সঙ্গে নিজেকে যুক্ত করতেও এগুলো গুরুত্বপূর্ণ মাধ্যম শুধুমাত্র নিজের জীবনযাত্রা কে রঙিনভাবে উপস্থাপনার জন্য নয়।"
2. Checkmate (04:30)
এই গানটা কে কি বলবো? সত্যি অসাধারণ লিরিক্স এবং কম্পোজ। আমার দেখা সেরা গান পলিটিক্স নিয়ে।"Repeat, echo, refrain" এই লাইনটাই যথেষ্ট,আমাদের বোঝাতে। আসলেই এই তিনটা শব্দের বাইরে কি কিছু হচ্ছে বর্তমান রাজনীতিতে?
"Make America hate again" কতটা আক্ষেপ থেকে লেখা এক একটা লাইন! শুনলেই বুঝবেন, কতটা বাস্তব সম্মত লিরিক্স এই গানটার।
3. Gears (03:55)
এই গানটার থিমটা হল পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে নিয়ে। যেখানে আমরা হয়ে যাচ্ছি কর্মাশিয়াল পণ্যের মতো। নিজেদের কিছুই করার নেই,আমরা চাচ্ছি ওরা দিচ্ছে এবং আরও দিচ্ছে। আমরা প্রকৃতি থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।আমরা নিজেরাই এক অসুখ এবং খলতা তৈরি করেছি এই সমাজে নিজের উচ্চ জায়গা তৈরি, নিজের উচ্চ আকাঙ্ক্ষিত থাকা ও উপাসনার স্থান তৈরিতে এবং কোনোকিছুতেই নিজের বাসনাকে তৃপ্ত না করতে পারার এক রোগ। কিন্তু এরপরেও নিজেকে আমরা কখনো প্রশ্ন করিনি এর কারন কি! নিজের তৈরি এই সোনার খাঁচা কে দেয়ালে টানিয়ে রাখিনি আর নিজেকে বোঝাইনি এই জড়সম্পত্তি অর্থহীন।
সময় এর সঙ্গে নিজেকে বাঁচিয়ে রাখতে কিছুই করিনি। শুধুমাত্র বৈষয়িক বানিজ্যিক উন্নতির জন্যেই খেটেছি আমরা। যদিও এই সবের উর্ধে আরও অন্য কিছু হতে চেয়েছিলাম ।
যখন আমরা চিরতরে বিদায় নেবো তখন এসব কিছুই নিয়ে যেতে পারবো না। তোমার অগভীর,অর্থহীন জীবন তোমার অস্তিত্বকে মাটিতে ছুঁড়ে ফেলবে।
4. Reality Bath (04:32)
একটা ছোটো জীবন যে সবেমাত্র সবকিছু জানছে শেখার চেষ্টা করছে কিন্তু তার জানার আগ্রহ এখনই মরে যাচ্ছে সে ধ্বংসের পথে চলে যাচ্ছে তবু আমরা কিছু করছি না। কারন আমরা দিন দিন নৃশংস হয়ে যাচ্ছি। আমাদের চেতনা লোপ পাচ্ছে। আমাদের অবক্ষয়িত ও ঔদাসীন্য মানবসভ্যতা শেখাচ্ছে আমাদের সব শিক্ষা , আচার ভুলে যেতে। তাই সে এসব কিছু থেকে পালাতে চায় যেখানে থাকবে শুধু শান্তি। সেই একমাত্র এক ব্যতিক্রমী পৃথিবীর শেষ মানুষ। এই অবক্ষয়িত সমাজ তার সবকিছু শেষ করে দিয়েছে। এসব কিছুর ভারে সে বৃদ্ধ। আমরা এই অবক্ষয়িত সভ্যতার বিভ্রম অনুসরন করে আজ অপ্রকৃতিস্থ। আমরাই সমাজের নতুন অস্বাভাবিকতা। কিন্তু এসব দেখে আমি চুপ করে থাকব না। সংবেদনশীল হৃদয় গভীর অন্ধকারের মধ্যেও আওয়াজ তুলবে এসবের বিরুদ্ধে। হৃদয়ের ভীরুতা কে কাটিয়ে তুলব তবু মাথা নোয়াবো না।5. New Colossal Hate (04:30)
যেই মা তার সব শক্তি কাজে লাগিয়ে তার বাঁধন ছিড়ে ফেলে আমাদের চোখের জল মুছিয়ে দেয় তার সেই হাতই রক্তাক্ত হয়ে পড়ে তবু সেই রক্ত অবহেলিত।সে তার আলো তুলে ধরে যেদিকে, তারা নষ্ট অন্ধ।মা সেই নির্লজ্জ দানব দের যত্ন করে সব তুচ্ছ করে পালন করে এসেছে তারাই মাতৃহত্যা করতে উদ্যত হয়। মায়ের সব স্বপ্ন ধুলোয় পরিনত হয়।তাদের পথের ধুলোয়, প্রচন্ড ঝড়ে ফেলে দেওয়া হয়।
অতি আদরে পালন করে যাদের, সেই ক্লান্ত আর বৃদ্ধদের ওপর কষাঘাত করে মুখের ওপর দরজা বন্ধ করে দেয়।
এই বিষদাঁত অচিরেই ভেঙে ফেলা হোক। মুক্তিকে ডাক দিতে দাও।
এভাবেই নতুন এক প্রচন্ড ঘৃণার জন্ম হয়। একজনকে দেখে সবাই শিক্ষা নিক। এক ঘৃণিত বাস্তব এক নতুন শত্রুকে চিহ্নিত করে।
6. Resurrection Man (04:59)
একজন মানুষকে অনুপ্রাণিত করতে,আমরা যেমন অতীতের হিরোদের তুলে নিয়ে আসি। ঠিক ওইরকম কিছু একটাই বুঝিয়েছেন এই লিরিক্সে।এটাই বুঝতে অনেক কঠিন মনে হলো।7. Poison Dream (04:57)
এখানে আমরা মেবি দুটা জিনিস দেখতে পাই। এক, আমাদের হতাশা বা না পাওয়া বস্তুটা আসলে কি?দুই, আমরা আসলে কি যা করছি নিজের জন্য করছি, না কি এই কর্পোরেট দুনিয়ার জন্য?
একদিকে আমাদের হতাশারা, আসে কোথা থেকে? যা আমরা হতে চাই,যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু। তা কি ছোট বেলায়ই হয়ে উঠি নাকি বড় হয়ে পরিবেশ আমাদের ইনফ্লুয়েন্স করে?
যার কারণে নিজেদের স্বপ্ন নিয়ে আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়ি?
দ্বিতীয় ব্যাপারটা কিন্তু তার থেকেও জঘন্য। আমাদের কর্পোরেট সমাজ, আমাদের মূল্য বুঝিয়ে দেয় তাদের দামে। যেখানে আমরা তাদের হাতের পুতুল।
8. Routes (03:04)
এই গানটিতে আমার মনে হল একদিক দিয়ে, আমাদের মনের অস্পষ্ট মৃত্যুকে ইঙ্গিত করে। যেখানে আমরা গড়ে তুলেছি নিজেদের মনকে, সেখানে হুট করে একটা বিষাক্ত মানুষ এসে মনটাকে ধ্বংস করে দিয়ে গেল। তারপর সেখানেই সেই বিষাক্ত বিষের বেড়ে উঠা শুরু।তারপর সে না পারলো সেটা দখল করতে না পারলাম আমরা নিজেরা নিজেদের কন্ট্রোল করতে।9. Bloodshot Eyes (03:57)
এই গানটা আসলেই আমার এবং আমার ভেতরের মানুষটার সাথে চলতে থাকা যুদ্ধের একটা ছোট বিবরণ। যেখানে আমি জানি,যে সময়টা চলে গেছে তা ফেরানো সম্ভব না। কিন্তু সান্ত্বনা হিসেবে বার বার ফিরে আসে। আমি চাইলে আবার সব কিছু ঠিক করতে পারি। এই দ্বিধা নিয়ে এগিয়ে যেতে যেতে সব কিছু সমাপ্ত করে বসে থাকি আমরা। মেইনি একজন একাকীত্ব মানুষ, নিজের অতীতকে নিয়ে বিব্রত। তাই সে মুক্তির জন্য এক্সকিউজ খুঁজতে ক্লান্ত এখন।10. On the Hook (04:30)
শুরু থেকে শেষ, গিটার থেকে ভোকাল, ফাইনাল ফিনিশিং। অসাধারণ একটা লিরিক্স সাথে কম্পোজিশন। বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা একটা ফোঁড়ার মতো। আফগানিস্তান থেকে আমেরিকা, মাদক থেকে খুন এবং যুদ্ধ থেকে শুরু করে সব জায়গায়ই একটা জিনিস। তা হল ব্যবসা এবং ভন্ড এক দল মানুষ। যারা দেশের নাম বিক্রি করে / দালালি করে নিজেদের পাহাড় সমান সম্পত্তি গড়ে নিচ্ছে।এই অ্যালবামটার সব কয়টা গানই, একাকীত্ব, রাজনীতি এবং অনুপ্রেরণা নিয়ে লেখা। Randy র ভোকাল এবং গিটারের রিফ সহ ড্রামস সব কিছুই ছিল অসাধারণ। এক কথায় কম্পোজিশন টা দারুন ছিল। আমার কাছে সবটা মিলেই দারুন একটা অ্যালবাম এটা। যদিও 'Lamb of God' এর দারুন ভক্ত না আমি। শুধু ল্যাম্ব অফ গড কেন? মোটামুটি ওই রকম দারুন ভক্ত হতে পারি না আমি। সবারই মোটামুটি গান শোনা হয়।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধু
আকাশ আসিফ কে ধন্যবাদ, অ্যালবামটা হাতে পাওয়ার সাথে সাথে আমাকে দেওয়ার জন্য এবং অনেক গুলো ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার জন্য।
0 Comments