চলচ্চিত্র পর্যালোচনা
চলচ্চিত্র নাম : Headshot
ঘরানা : এ্যাকশন
প্রকাশ কাল: ২০১৬
দেশ: ইন্দোনেশীয়া
ভাষা:ইংরেজি
দৈর্ঘ্য : ১১৮ মিনিট
বিষয়বস্তু:
দুজনের গল্প টেনে নিয়ে এসে মিলন হয়। একজন হল লি, যে একজন একটা বড় সিন্ডিকেট গ্রুপের লিডার এবং অন্য জন মাত্র স্মৃতি শক্তি হারিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে ব্যস্ত।লি জেল থেকে বের হয়ে,প্রথমে তার দল নিয়ে যায় অন্য একটা গ্রুপের কাছে। যার ফলে সে জানতে পারে,তার গ্রুপের একজন সদস্যকে খুঁজে পাওয়া যায় নদীর পাড়ে। সে তার খোঁজ জানে,যদি তাকে বাঁচিয়ে রাখে। তবে তাকে বের করতে সাহায্য করবে।
ইসমাইল দুমাস হসপিটালে ভর্তি থাকার পর চোখ খোলে। খোলার পর,তার ডাক্তার এলিয়া আবিষ্কার করে,ইসমাইল তার অতীতের সব স্মৃতি ভুলে গেছে। ধীরে ধীরে হয়তো সব ফিরে আসবে।
ইসমাইল কে ভালোবেসে ফেলে এলিয়া। ধীরে ধীরে তাদের এই সম্পর্ক একটা বিশ্বাসে এসে পৌঁছায়। সম্পর্কের শুরুতেই ঘটে অঘটন।
তারপর কি ঘটে,সেটা জানার জন্য আপনিই চলচ্চিত্র টা দেখুন। আমার মতে এ্যাকশন ঘরানার চলচ্চিত্র গুলোর ভেতর অন্যতম একটা চলচ্চিত্র এটা।
আপনি কেন দেখবেন?
দয়া মায়া বলতে আসলে কিছু নেই, ওইসব মানুষের কাছে যারা অপরাধ করে। লি এমন একজন মানুষ, যাকে বলা হয় নরক থেকে উঠে আসা পিতা। যার কর্মকান্ড আসলেই জঘন্য।একটু ভালোবাসাই পারে মানুষের পরির্বতন। তাই যতই খারাপ মানুষ হোক,তাকে দয়া দেখানো উচিৎ।
মোটামুটি দারুন পর্যায়ের একটা চলচ্চিত্র ।
আমার কথা :
চলচ্চিত্রর বিষয়বস্তু টা ভালো ছিল। সম্পূর্ণ এ্যাকশন প্যাক একটা চলচ্চিত্র । ঘরানার সাথে একবারেই খাপ খাওয়া একটা চলচ্চিত্র। যেখানে চলচ্চিত্র টা প্রতিটা মুহূর্তেই এ্যাকশন ভর্তি।অভিনয়ে স্বাভাবিকতা ছিল সবার। এ্যাকশন এর জায়গা গুলোতে, কোনো অংশে ভুল ধরার মতো না। সাজ সজ্জার ব্যাপার গুলোও দেখার মত ছিল।
সব মিলিয়ে দারুন একটা চলচ্চিত্র ।
0 Comments